পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা কোনটা—এই প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর নেই। তবে ফরাসিদের জিজ্ঞেস করলে বেশির ভাগই বলবেন, সঁজে লিজে। ইতিহাস, স্থাপত্য আর নান্দনিকতার অপূর্ব মেলবন্ধন এই রাস্তাকে শুধু প্যারিস নয়, গোটা বিশ্বের অন্যতম প্রতীকী পথ করে তুলেছে।