ঝালকাঠি প্রতিনিধি :

তারেক রহমানকে কটুক্তি করে মিথ্যা বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান , ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম সৈকত, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার সহ অনেকে।
বক্তারা তারেক রহমানকে কটুক্তিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
The post ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.