কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে। এতে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ঢেউয়ের তোড়ে ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছে উপকূলের জেলেরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সরেজমিন দেখা গেছে, আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের খাপড়াভাঙ্গা নদীর দুপাশে শত শত ট্রলার নোঙর করে আছে। রাতে দূর থেকে দেখলে মনে বড় কোনো শহর। লাল-নীল-সবুজের বাতির ঝলকানিতে মুগ্ধ হবে যে কেউ।
এদিকে স্বাভাবিকের চেয়ে নদনদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সব মাছধরা ট্রলার।
এ বিষয়ে আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, কিছুদিন সমুদ্র স্বাভাবিক ছিল, বুধবার রাত থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তাই মাছ ধরা অধিকাংশ ট্রলার তীরে ফিরে এসেছে, দু-একটি ট্রলার সমুদ্র রয়েছে, তারাও রাতে মধ্যে তীরে ফিরে আসবে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, সমুদ্রে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। উপকূলীয় এলাকায় আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
The post সমুদ্র উত্তাল, শূন্য হাতে ফিরেছে শত শত ট্রলার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.