নিজস্ব সংবাদদাতা:
আওয়ামী দালাল, বিএনপি থেকে বহিঃস্কৃত দুর্নীতিবাজ চেয়ারম্যান সিরাজুল হকের অপসারণের দাবীতে বরিশাল চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন বাজারে মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল নিয়ে চন্দ্রমোহন রুস্তম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক প্রতিবাদ সমাবেশ শেষ করেন।
চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ কাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আহম্মেদ ডেবিট, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবাইদুর রহমান মুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বয়কটে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হয়েছেন। এরপর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে সিরাজুল আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন।
আওয়ামী শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের হয়রানির সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। তাই আমরা অবিলম্বে ইউপি চেয়ারম্যান পদ থেকে তার অপসারণ দাবি করছি।
বক্ততা আরও বলেন, সিরাজ চেয়ারম্যান স্বৈরাচারি সরকারের পাণিসম্পদ মন্ত্রী জাহিদ ফারুক শামীমের সাথে এ অঞ্চলের প্রতিটি সভা সমাবেশে অংশ গ্রহন করেছে।
সে এখন কি করে নিজেকে বিএনপির লোক বলে দাবী করে আমরা এসব আর বিএনপিতে দেখতে চাই না। মানববন্ধন ও স্কুল মাঠের সমাবেশে চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় হাজর শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এব্যাপারে অভিযুক্ত সিরাজুল হক সিরাজ চেয়ারম্যান বলেন, আমাকে স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দী মনে করেই সদর উপজেলা বিএনপি সভাপতি ও তার ভাই চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি ফিরোজ কাজী সমন্বয় করে অন্য রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মিন্টুকে ব্যবহার করে আমার বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ একটি মিথ্যা মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, আমার মামলার বাদী মিন্টুর ছেলে সজিব ও আমার ছেলে ইসমাইল হোসেন সিরাজী এক সাথে ৩ ও ৪ তারিখ একসাথে চৌমাথা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি সরবরাহ করেছে।
সেখানে আমি হামলা করেছি সেকথা মিথ্যা বানোয়াট বলে দাবী করেন। আমাকে সদর উপজেলা কমিটি দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিস্কার করতে পারে না। একমাত্র কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়া।
The post বরিশালে চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024