কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ১৪ কোটি টাকা চাঁদাবাজি করে ফান্ড গঠনের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাওলাদার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ থেকে মাছ বাজার, স্লুইস গেট, স্কুল, মাদরাসা, ইউনিয়ন পরিষদ পর্যন্ত দখল হয়ে গেছে। এছাড়া চাঁদাবাজি হচ্ছে প্রতিটি এলাকায়।
মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতাকর্মীদের জড়ানো হচ্ছে। এভাবে গত তিন মাসে ১৪ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে ফান্ড গঠন করা হয়েছে। শুধুমাত্র নীলগঞ্জের ১৩ স্লুইস থেকে ৭ কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজি করেছে বলে জানান।
তিনি এ চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় ও আইনী পদক্ষেপ নেয়ার দাবি করেন। একই সাথে তার ও তাদের দলের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি বলেন, ৫ আগষ্টের পর কলাপাড়ার মানুষ শান্তিতে আছে। কোন ধরনের চাঁদাবাজি, দখল বাণিজ্যের ঘটনা ঘটেনি।
তারা পারলে এসব ঘটনার প্রমাণ দাখিল করুক। যদি প্রমাণ দাখিল করতে পারে তাহলে দলগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্টো তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতির বিরুদ্ধে সালিশ বাণিজ্যের অভিযোগ করেন।
The post কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনলো ইসলামী আন্দোলন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.