ময়মনসিংহ পুলিশ সুপার বন‍্যাদুর্গত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

ময়মনসিংহ জেলার মান‍্য‍বর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ আজিজুল ইসলাম বন‍্যাকবলিত হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বন‍্যাদুর্গত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, বানভাসী মানুষের সাথে কথা বলে তাদের দুদর্শা লাঘবের ক্ষেত্রে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের ব‍্য‍াপারে দিক নির্দেশনা প্রদান করেন, আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা বন‍্য‍াদুর্গত জনসাধারণের ও তাদের সাথে থাকা মূল‍্যবান দ্রব‍্যসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, বন‍্যা কবলিত ফাঁকা বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে, উদ্ধার তৎপরতা বৃদ্ধি করতে থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতি প্রাপ্ত) ডিএসবি জনাব ফাল্গুনী নন্দী, এএসপি হালুয়াঘাট সার্কেল জনাব সাগর সরকার, অফিসার ইনচার্জ হালুয়াঘাট থানা ও অফিসার ইনচার্জ ধোবাউড়া থানাসহ অন‍্যান‍্য ফোর্স অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

The post ময়মনসিংহ পুলিশ সুপার বন‍্যাদুর্গত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.