ভোলা প্রতিনিধি:
ভোলায় পূজা মণ্ডপের গেট ও আলোকসজ্জায় ঢিল ছোড়া ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে শিমুল চন্দ্র (৩৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) জেলা সদর উপজেলার বাপ্তা শক্তি সংঘ মন্দিরে এ ঘটনা ঘটে।
আটক শিমুল ওই এলাকার মৃত মধু চন্দ্রের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, বাপ্তা মন্দির থেকে প্রায় ২০০ গজ দূরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গেট ও আলোকসজ্জা নির্মাণ করা হয়।
বুধবার (১০ অক্টোবর) সকালে হঠাৎ করেই ওই যুবক চিৎকার দিয়ে এসে আলোকসজ্জায় ঢিল ছোড়ে। এ সময় তাকে আটক করে ভোলা সদর মডেল থানায় নিয়ে যায় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।
ভোলা সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় দে বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, শিমুল চন্দ্র দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তবে আলোকসজ্জায় ঢিল ছোড়া দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবক মানসিক ভারসাম্যহীন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, আমরা বিষয়টির তদন্ত করছি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধর্মীয় উপাসনালয় বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত যুবককে আটকের ঘটনায় ওই পুলিশকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।
The post ভোলায় পূজার মণ্ডপে ঢিল ছোড়ার অভিযোগে যুবক আটক appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024