
ময়মনসিংহ জেলার সদর উপজেলা রাজগঞ্জ সাহেব কাচারী বাজারে হযরত আয়েত আলী শাহ (রঃ) এর মাজার জোরামূলে নিয়ম বর্হিভূত ভাবে একটি সন্ত্রাসী চক্র দখল ও টাকা আত্মসাতের বিরুদ্ধে অভিযোগ করেছেন মাঝার কমিটি।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলাধীন চরনিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ, সাহেব কাচারী বাজারে অবস্থিত ভারত হইতে আগত পীরে কামেল হযরত আয়েত আলী শাহ (রঃ) এর মাজার কমিটির ব্যক্তিবর্গ অত্র অভিযোগ করিতেছি যে, পীরে কামেল হযরত আয়েত আলী শাহ (রঃ) এর মাজার ১৩২৫ বাংলা সনে প্রতিষ্ঠিত হয়। উক্ত পীর সাহেব স্থানীয় রাঘবপুর গ্রামের মরহুম শেখ লেতু মন্ডল সাহেবের বাড়িতে ইন্তেকাল করেন এবং সাহেবকাচারী বাজারে মসজিদ সংলগ্ন স্থানে তাহাকে সমাহিত করে মাজার করা হয়। লেতু মন্ডল সাহেব উক্ত মাজারের প্রথম খাদেম ছিলেন এবং পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তে অদ্যাবধি পর্যন্ত লেতু মন্ডল সাহেবের ছেলের বংশের ওয়ারিশগণের মধ্য হইতে মাজারের খাদেম এবং সেক্রেটারী নিযুক্ত হোন। উক্ত মাজারের দানকৃত টাকা দিয়ে একটি মাদ্রাসা পরিচালিত হয় এবং মাজারের উন্নয়ন কাজ পরিচালনা করা হয়। উল্লেখ্য যে, মাজারটির সর্বজন স্বীকৃত একটি গঠনতন্ত্র রয়েছে যার আলোকে কার্যকরী কমিটি দ্বারা এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে দেশের অস্থিতিশীল অবস্থার কারনে সাধারন সভা করে গঠনতন্ত্র মোতাবেক যথাযথ বিধি মতো গত ২৯ আগষ্ট পূর্বোক্ত কমিটি বাতিল করে নতুন সভাপতি ও সেক্রেটারী নির্বাচন করা হয়েছে। এই ভাবে চলাবস্থায় স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ময়েজ উদ্দিন মন্ডল মইজ, আব্দুল কাইয়ুম, হাসান আলী বাবুল, মাহমুদুল হাসান রাসেল, আবুল কালাম, রিয়াদ, মোঃ মোহসিন ময়মনসিংহ সহ ১৫-২০ জন ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে ও ব্যক্তিগত লাভের আশায় মাজারের কমিটিকে বির্তকিত করতে এবং দানকৃত টাকা আত্মসাতের অসাধু উদ্দেশ্যে বিগত ১৮ আগষ্ট সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাজারে উপস্থিত হইয়া মাজারের দখল নিয়া সিন্দুকের তালা খুলিয়া টাকা বের করে এবং নিজেদের কমিটির লোক বলিয়া অবৈধভাবে ঘোষণা করে।
আভিযোগকারীদের বর্তমান কমিটির লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাহাদের উক্ত কাজ করতে নিষেধ করলেও তারা তাহা অমান্য করিয়া বিভিন্ন দিনে জোরামূলে দান বক্স খুলে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের বেতন ভাতা ও খরচ প্রদান না করিয়া নানাবিধ বাঁধা সৃষ্টি করিতেছে। বর্তমানে স্থানীয় লোকজন উক্ত বিষয় নিয়ে প্রতিবাদমুখর এবং যে কোন সময় শান্তি শৃংখলা ভঙ্গ হওয়ার আশংকা রয়েছে।
The post হযরত আয়েত আলী শাহ (রঃ) মাঝারের দানের টাকা নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.