ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় ৯ টি ইউনিয়নে সেনাবাহিনীর ত্রান বিতরন করেছেন।
গত সোমবার ৭ অক্টোবর সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে ৪০৩ ব্যাটেলের অধীনস্থ ইউনিট ২১ ইবি ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার ৯ টি ইউনিয়নে বন্যায় আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার কার্য এবং ত্রাণ বিতরণ সম্পাদন করেছে।
সূত্র মতে গত ২ দিনে ২১ ইবি সারাদিন ব্যাপী উদ্ধার কার্যক্রম অভিযান সম্পন্ন করা হয়েছে।উদ্ধার কার্যক্রমে দুইটি উপজেলার নয়টি ইউনিয়নের অসংখ্য পানিবন্দি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী উদ্ধার দল।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের নিকট ত্রাণ পৌঁছানোর কাজ চলমান রয়েছে।সূত্র আরো জানায়,বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এই উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
The post হালুয়াঘাট ও ধোবাউড়ায় ৯ টি ইউনিয়নে সেনাবাহিনীর ত্রান বিতরন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.