প্রথম জীবনের ভুলের খেসারত তাকে সারা জীবন দিতে হবে জানে। এটাও ভালো করে জানে, পর কখনো আপন হয় না। যতই মিষ্টি কথার বুলি তারা করুক না কেন, অন্তরের বিষের ঝোলা ঠিক তৈরি করে রাখে। একদিন ওদেরই বিপদে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ডালিয়া। মায়ের দেওয়া শেষ চিহ্ন হাতের কাঁকন বিক্রি করে তাদের বিপদ থেকে উদ্ধার করেছে। জোড়া লাগিয়েছে ভেঙে যাওয়া সংসার। আজ তারাই উঠেপড়ে লেগেছে ডালিয়ার এত কষ্টের সাজানো সংসার ভেঙে দিতে। কী লাভ এতে ওরাই জানে। তবে ডালিয়ার বোধগম্য হয় না।