গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
গৌরনদীর সাবেক মেয়র হারিছের নামে আরও একটি মামলা রুজু করা হয়েছে গৌরনদী মডেল থানায় । এ নিয়ে হারিছের নামে গৌরনদী মডেল থানায় দুটি মামলা রুজু হলো। ৯ অক্টোবর রাতে গৌরনদী মডেল থানায় মামলাটি রুজু করা হয় ।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ ও ১০ ফেব্রুয়ারী বিবাদীগন বাদি শরীফ সাহাবুব হাসানের দোকানে অনাধিকার প্রবেশ হামলা চালিয়ে তাকে মারধর করে ৬ লক্ষ টাকা চাদা দাবি করে । প্রথম ২০ হাজার টাকা নেয় । এবং তিন লক্ষ একাশি হাজার টাকা চুরি করে নেয় ।
এসকল অপকর্ম করার নির্দেশ প্রদান করেন সাবেক মেয়র গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: হারিছুর রহমান হারিছ পিতা মৃত ইদ্রিস মাতুব্বর,সাং দিয়াশুর,সাথে ছিল তার ক্যাডার ইকবাল ফকির ,পিতা লাল ফকির সাং কসবা, ইমরান মৃধা, পিং আইয়ুব মৃধা, নুরু বেপারী ও কালু বেপারী পিং মন্নান বেপারী (ইল্লা)
রুহুল , বাবুল ,,সহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় ।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ ইউনুস মিয়া জানান, ১ নং আসামী সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারিছুর রহমান পলাতক ও তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার বাসা ঢাকার বেইলি রোডে ,রমনা থানার অন্তর্গত,সেখানেও আমরা অভিযান পরিচালনার বেস্টা করতেছি উক্ত থানার মাধ্যমে ।
The post গৌরনদীতে হারিছের নামে আরও এক মামলা appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024