কাতারে স্বেচ্ছাসেবী ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

‘বাংলাদেশী স্বেচ্ছাসেবক কাতার’ গ্রুপের আয়োজনে আলসাদ শহরের আল আরব ইন্টারন্যাশনাল একাডেমিতে জার্সি বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার সবার মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়। পরে বাংলাদেশী স্বেচ্ছাসেবকদের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

মোট ৪ টি দল অংশ নেয় টুর্নামেন্টে। এ সময় প্রায় ১৩০ জন বাংলাদেশী মোট স্বেচ্ছাসেবক উপস্থিতি ছিলেন। টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত এবং অংশ নেয়া সব ফুটবলারকে মেডেল দেয়া হয়।

টুর্নামেন্টে ফিফা বিশ্বকাপ, এএফসি-এশিয়ান কাপ, আরব কাপ ও কাতারে বিভিন্ন লোকাল ও ইন্টারন্যাশনাল ইভেন্ট এবং স্পোর্টস টুর্নামেন্টে বাংলাদেশী স্বেচ্ছাসেবক সদস্যরা উপস্থিত ছিলেন। কাতারে তারা নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট ও ইভেন্টে স্বেচ্ছাসেবক সদস্য হিসেবে কাজ করে আসছেন।

এছাড়াও, কাতারে বাংলাদেশী স্বেচ্ছাসেবক গ্রুপ সমুদ্র পরিষ্কার, রক্তদান কর্মসূচি পালন করা ছাড়াও দূর প্রবাসে নিয়মিত ভালো কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

The post কাতারে স্বেচ্ছাসেবী ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত appeared first on Bangladesher Khela.

Leave a Comment