মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবরোধ এর প্রথম দিন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বেলা ১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারে অবরোধ চলাকালীন ইলিশ মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সেখানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা -কর্মচারীগন অভিযান পরিচালনা করে।
এ সময় কচুবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে আবু হানিফকে ৯ কেজি ইলিশ মাছ সহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম ১৯৫০ এর ৫ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ইলিশ মাছ সাপলেজা বায়তুল সরিয়া লায়লা মালেকিয়া এতিমখানায় দেয়া হয়।
উল্লেখ্য,সরকার ১৩ অক্টোবর মধ্যরাত থেকে উৎপাদন,প্রজনন সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও আহারন,ক্রয়-বিক্রয়ের জন্য সাগরে ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছেন।
The post মঠবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.