বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এবারের ড্রাফটে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।
দেশি ক্রিকেটারদের দুটি রাউন্ড ও বিদেশি ক্রিকেটারদের এক রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরও অবিক্রিত ছিলেন বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক ও লেগস্পিনার রিশাদ হোসেন।

অবশেষে দল পেয়েছেন রিশাদ। ২২ বছর বয়সী এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের টেবিলে দল গোছানোর কাজে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাফীস ইকবালরা।

রিশাদ ক্যাটাগরি ‘এ’–তে থাকা সর্বশেষ খেলোয়াড়। এর আগে ক্যাটাগরি ‘বি’–এর সব খেলোয়াড়ও দল পেয়ে গিয়েছিলেন। ৬০ লাখ টাকা দামের রিশাদ দল পেয়েছেন চতুর্থ সেটের প্রথম রাউন্ডে, অর্থ্যাৎ, প্লেয়ার্স ড্রাফটে স্থানীয়দের মধ্যে ৪৩ নম্বরে। রিশাদের পাশাপাশি তাইজুল ইসলামকেও দলে নেয় তারা।

The post দল পেলেন রিশাদ, বরিশালের ‘ছক্কা’ appeared first on Bangladesher Khela.