সৈয়দ রাসেল, কলাপাড়া.কলাপাড়ায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে জমি চাষাবাদে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে মো.ফজলু মুসুল্লি, মো.সেরাজ মুসুল্লি, হাবিব মুসুল্লি সহ ১০ জনকে বিবাদী করে ভুক্তভোগী তহমিনা বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, নীলগঞ্জ মৌজার, ২৪৩ নং এস,এ খতিয়ানের,৩৪১৫,৩৪২৫ ও আরো ১০ টি দাগে ১৬.৪৬ একর জমির মধ্যে ৫.০২ একর ভূমির মালিক হন মীরা গাজী গং সহ অপরাপর শরীকগন। ওয়ারিশ সূত্রে ওই জমি ভোগ দখল করে আসছেন তহমিনা বেগম ও অপরাপর শরীকগন। বিবাদীরা এতে ভোগদখলে ও চাষাবাদে বাধা দিলে তিনি কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বিবাদীদেরকে ওই জমিতে প্রবেশে নিশেধ করিয়া স্টেটাসকোর আদেশ প্রদান করেন। বর্তমানে আদালতের আদেশ অমান্য করে জমি চাষাবাদে পূনরায় বাধা প্রদান করলে ভুক্তভোগী তহমিনা বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত মো.ফজলু মুসুল্লি বলেন, ক্রয় সূত্রে ওই জমির মালিক আমরা। বিএস জরিপ আমাদের নামে। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
The post কলাপাড়ায় আদালতের আদেশ অমান্য; জমি চাষে বাধা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.