
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিমল করের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার সন্তান ও নাতি-নাতনিদের রেখে গেছেন।
বিমলের মেয়ে অভিনেত্রী জয়শ্রী কর জয়া জানান, ওই হাসপাতালে গত চারমাস ধরে ভর্তি ছিলেন বিমল। বার্ধক্যের নানা জটিলতার সঙ্গে শেষের দিকে নিউমোনিয়ায় আক্রন্ত হন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে গার্ড অব অনার শেষে শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জয়া।
১৯৩৭ সালের ৯ জুন ফেনীর পরশুরামে রোহিনী কর ও হিরন্ময়ী করের দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন বিমল।
তিনি স্বাধীন বাংলা ফুটবল দল, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম রেফারিজ ইউনিয়নের সদস্য ছিলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া, ওয়ান্ডারাস, ফেনী ও বৃহত্তর নোয়াখালী জেলার হয়ে তিনি বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
The post স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর চলে গেলেন appeared first on Bangladesher Khela.