পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. তানভীর হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানভীর পিরোজপুর পৌর শহরের দশ নিড়ের গলি এলাকার মো. আজিমের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলেন। গত দুদিন আগে তিনি ঢাকায় থাকাকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসেন। সন্ধ্যার দিকে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে।মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এর মধ্যে মঙ্গলবার একজন ও এর কয়েকদিন আগে পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন একজন।
The post ডেঙ্গু: পিরোজপুরে এক শিক্ষার্থীর মৃত্যু appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.