মুলতানে দ্বিতীয় টেস্টে প্রথম ম্যাচের স্মৃতি যেন ফিরে আসছিল। সপ্তম দিনের ব্যবহৃত পিচে দারুণ ব্যাটিংয়ে ইংল্যান্ড সহজেই লিড নেওয়ার পথে ছিল। বেন ডাকেটের সেঞ্চুরিতে দাপট ধরে রাখে সফরকারীরা। সাজিদ খান ও নোমান আলীরা নিখুঁত লেন্থে বোলিং করেও পুরস্কার পাচ্ছিলেন না। হঠাৎ করে জীবন্ত হয়ে উঠলো পিচ, তাতে পাকিস্তানের স্পিনাররা ঘুরিয়ে দিলো ম্যাচ। বড় হোঁচট খেয়ে ইংল্যান্ড উল্টো ধুঁকতে শুরু করেছে। চার উইকেট হাতে… বিস্তারিত