বাজারে অপো’র নতুন স্মার্টফোন রেনো১২ ৫জি

প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন রেনো১২ ৫জি। ডিভাইসটিতে রয়েছে এআই ক্লিয়ার টেকনোলজি, যা উন্নত জেনারেটিভ এআইয়ের সাহায্যে মুখের অবয়ব, চুল ও ভ্রুয়ের মতো মুখমন্ডলের অংশগুলোর স্পষ্টতা বাড়িয়ে আরও স্বচ্ছ ও পরিষ্কার গ্রুপ ফটোর নিশ্চয়তা দেয়। এর অন-ডিভাইস এআই প্রসেসিংয়ের ফলে দ্রুত ছবি তৈরি হবে এবং প্রাইভেসিও বৃদ্ধি পাবে। বেস্ট ফেস ফিচারটি …