কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অফিসের ব্যবহৃত আসবাবপত্র চুরি হয়েছে।
জানা গেছে, কাউখালী সদর ইউনিয়নের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ জয়কুল গ্রাম সমিতির অফিসের প্রয়োজনীয় আসবাবপত্র ১৬ অক্টোবর বুধবার রাত্রে অফিসের দরজা ভেঙ্গে চুরি হয়ে গেছে।
জয়কুল গ্রাম সমিতি এস ডি এফ এর প্রতিনিধি তহুরা বেগম জানান, বৃহস্পতিবার সকালে অফিসের দরজার কাছে আসলে দেখি দরজা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখতে পাই অফিসের ব্যবহারের ৪০টি চেয়ার, ৪টি ফ্যান, একটি ক্যামেরা, একটি মিউজিক বক্স, দুটি ত্রিপল সহ অফিসের ব্যবহৃত যাবতীয় মালামাল চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে উক্ত সংস্থার ক্যাশিয়ার ইউপি সদস্য আকলিমা বেগম জানান, চুরি হওয়ার মালামালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। চুরির বিষয় কাউখালী থানায় অবগত করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, চুরি হওয়ার ঘটনা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হবে।
The post কাউখালীতে এস ডি এফ অফিসের মালামাল চুরি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.