মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নি সংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক দুটি মামলা হয়েছে।
এতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রায়জিদ আহম্মেদ খান, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ৩ ইউপি চেয়ারম্যান সহ আ.লীগ, যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামী করা হয়েছে।
উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা মো. ফকর উদ্দিন আহম্মেদ এর ছেলে লাভু তার এজাহারে অভিযোগ করেন, পূর্ব সবুজ নগর লেনের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যলয়ে গত ১৭ জুলাই‘২৪ রাতে আ.লীগ নেতৃবৃন্দ অগ্নি সংযোগ ও ভাংচুর করেন।
অপরদিকে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা মো. মজিবর রহমানের ছেলে আহম্মেদ সোহেল এজাহারে অভিযোগ করেন, তার বাড়ি গত ২২ মার্চ‘২৪ বিকেল আ.লীগ নেতৃবৃন্দ ভাংচুর ও লুটপাট করেন।
উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রাতেই উত্তরা থেকে গ্রেপ্তার করেন আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেন। থানা পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে পিরোজপুর আমলী আদালতে হাজির করেন। আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম গোলাম রসুল শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
The post এবার মামলার বেড়াজালে মঠবাড়িয়ার আ.লীগ ও জাপা নেতারা appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024