বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সবুজ এর দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯ টায় মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সে উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের মৃত সেন্দকার আলী ছেলে।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এড. আবুল কালাম শাহিন,বরিশাল জেলা শ্রমিক দলের সভাপতি, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান,সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স,বাংলাদেশ জামায়াত ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওঃ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি,আগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু,জেলা কৃষকদলের সভাপতি মহসিন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সবুজ আকন,বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন,বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিত্রনপির যুগ্না আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিক দল, ছাত্রদল, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজার নামাজে উপস্থিত সুধীজনদের উদ্দ্যেশ্যে সবুজের স্মৃতি চারণ করে বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এড. আবুল কালাম শাহিন বলেন, সে ছিল দলের জন্য নিবেদিন প্রাণ। গণতন্ত্র ও মানুষের জন্য কাজ করেছে। সে ছিল আমরা আমার অকুতোভয় সৈনিক। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা ও দোয়া চাই।
উল্লেখ্য, গতকাল ১৫ অক্টোবর আনুমানিক সন্ধা ৬টার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
The post বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সবুজের দাফন সম্পন্ন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.