স্টাফ রিপোর্টার: সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানায়, এ বছর শুরু থেকেই নানা কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।
এছাড়া কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন হওয়ায় তাদের পাঠ্যক্রম নিয়মিত ছিল না। এতে পরীক্ষার জন্য তারা প্রস্তুতিমূলক পড়াশোনা করতে পারেনি। অর্ধবার্ষিক পরীক্ষাও সম্পূর্ণ শেষ হয়নি।
এতে তারা পড়াশোনায় পিছিয়ে গেছে। এ অবস্থায় তাদের পক্ষে পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব নয়। আর পূর্ণ সিলেবাস শেষ করার মতো এখন পর্যাপ্ত প্রস্তুতির সময়ও নেই। তাই সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
এই সাধারণ শিক্ষার্থীদের অবস্থা বিবেচনা করে সংক্ষিপ্ত সিলেবাস দেয়ার দাবি জানানো হয়।
The post রাজশাহীতে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি মাধ্যমিক শিক্ষার্থীদের appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024