সারা দেশেই বিভিন্ন প্রতারক চক্রে রয়েছে। চক্রটি ফেসবুকে বিভিন্ন মেয়ের নামে, ডাক্তার, নার্স, প্রবাসী, সরকারী কর্মকর্তা ও কর্মচারীর নামে আইডি খুলে বন্ধুত্ব ও প্রেমের অভিনয়ে প্রতারনা করে থাকে। চক্রটি বাসার সবাইকে অচেতন করে সোনা ও টাকা নিয়ে যায়। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় এমন একটি চক্র অভিনব কায়দায় প্রতারণা ও চুরি করে যাচ্ছে। এদর নামে ডজন ডজন মাসলা সারা দেশে রয়েছে। বিভিন্ন সময়ে এরা বিভিন্ন নাম ব্যবহার করে থাকে।
সুত্র জানায়, তানিয়া আক্তার সাদিয়া (৩২), পিতা-মৃত হাসান শিকদার, মাতা-মৃত সেলিনা বেগম, সাং-গজারিয়া পাড়া মিয়া বাড়ী রোড, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর, বাঙ্গী হাসান নাহিন ওরফে নাঈম (২৬), পিতা-আলতাফ হোসেন ওরফে আসলাম হাওলাদার, মাতা-সুলতানা, সাং-নতুন বাজার, ০৩নং ওয়ার্ড, খানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর, মোঃ জাকির হোসেন (৩৫), পিতামৃত-সেলিম মিয়া, মাতামৃত-আয়শা বেগম, সাং-আদাবর, বাসা নং-ই/২, আলিফ মাউডিং, থানা- আদাবর, জেলা- ঢাকা। এরা একটি প্রতারক চক্র। এদর দলে ২০/২২ জন সদস্য রয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এস আই শুভ্র সাহা এদের একবার গ্রেফতার করেছিলেন।কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০/৬৮, তা-৫/২/২০২৪ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০/৪১৯/৩৮০/১০৯ পেনাল কোড।
মামলা সুত্রমতে গ্রেফতার দেখানোর আবেদন পূর্বক তাদেরকে গত ২৯ জানুয়ারী ফেনী জেলার ফেনী সদর থানার মামলা নং-৫৭/৫৭, তারিখ- ২৯/০১/২০২৪ ইং, ধারা-৩৮০/৩৪/৪১১ পেনাল কোড মূলে গ্রেফতার করে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোর্পদ করেন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন নয়াপাড়া চরপাড়া, রুমা ম্যানশন, ২৭/৩ এর বাসায় অবস্থানকালে ৩১ ডিসেম্বর রাত অনুমান ৭.৪০ ঘটিকার সময় তানিয়া আক্তার সাদিয়া উক্ত বাসার দরজায় আসিয়া নক করে, বাসার লোকজন দরজা খুলিয়া তাহার পরিচয় জানতে চাইলে এজাহার প্রতারক তানিয়া আক্তার সাদিয়া বলে যে, তিনি অত্র থানাধীন চরপাড়া নয়াপাড়া এলাকার আমেরীকা প্রবাসী গনি সাহেবের মেয়ে নেন্সি, রুমার সহিত আমেরিকায় বসবাস করে বলিয়া জানায়।
তানিয়া আক্তার সাদিয়া তাহার সাথে থাকা কিছু রাসায়নিক পদার্থ বাতাসের মাঝে ছেড়ে দেয় যাহার ফলে বাসার লোকজন সাধারন জ্ঞান বুদ্ধি হারায়। এ সময় ৬ ভরি ওজানের স্বর্ণের গলার হাড় ও কানের দুল, ০২ ভরি ওজনে ০১ জোড়া স্বর্ণের বালা, ০২ ভরি ওজনের স্বর্ণের গলার হাড়, ০৩ ভরি ওজনের ০৩টি স্বর্ণের চেইন সহ ০২টি স্বর্ণের আংটি, মোট ১৩ ভরি স্বর্ণের গহনা নিয়ে কৌশলে দ্রুততার সহিত চলে যাওয়ার সময় তানিয়া আক্তার সাদিয়াকে সহ অজ্ঞাতনামা আরোও ৭/৮ জন নয়াপাড়া, চরপাড়া রাস্তায় অপেক্ষারত একটি লাল রংয়ের প্রাইভেটকার সহ একটি সিলভার রংয়ের হায়েচ গাড়ীতে উঠিতেছে মর্মে দেখিতে পায়।
এই চক্রটি দেশের বিভিন্ন জায়গায় এভাবেই প্রতারণা করে থাকে। কোথাও বান্ধবী, কোথাও বন্ধু, কোথাও পরিচিত বলে চেতনা নাষক মেডিসিন ব্যবহার করে কিংবা খাদ্যের সাথে মিশিয়ে খাইয়ে চুরি করে থাকে। বিভিন্ন শহরে এদর স্থায়ত্ব কম সময় থাকে। সাধারনত এরা বাসা ভাড়া নিয়ে বসবাস করে।
The post ভয়বহ প্রতারক চক্রের বিস্তার সারাদেশে appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.