ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ৮

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।

থানা সুত্র জানায়, এসআই (নিঃ) মতিউর রহমান  সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী  মোঃ অনিক মিয়া (২২)কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী   মোঃ শাকিল মিয়ায় ১১)কে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১৯০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৪ সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী  মোঃ সাব্বির মিয়া (২৭) ও মোঃ হুমায়ুন (৪০)দ্বয়কে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০১টি চাকু, ০২টি মোবাইল ফোন উদ্ধার করেন।

এসআই (নিঃ) কুমোদলাল দাস  সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী   মোঃ আকাশ (২৪)কে গ্রেফতার করা হয়।

 

ইহাছাড়াও এসআই আঃ কাদের, এএসআই হুমায়ুন কবির,  এএসআই আবুল হোসেন প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৩টি ওয়ারেন্ট তামিল করেন। তারা হলেন, মোঃ সাইদুল, মেরাজ আলী, মোঃ মঞ্জুরুল হোসেন (৩৫),

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

 

The post ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ৮ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.

Leave a Comment