রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দফার সংলাপ শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়।
ড. ইউনূস প্রথমেই গণফোরামের সঙ্গে সংলাপে বসেন।
জানান যায়, বিকেল ৩টার একটু আগে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।
এরপর একে একে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার তৃতীয় দফার সংলাপ হয়েছিল গত ৫ অক্টোবর।
খুলনা গেজেট/এএজে
The post প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দফার সংলাপ শুরু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.