8:21 am, Tuesday, 28 January 2025
Aniversary Banner Desktop

গৌরনদীতে সবজি চাষ করে সফল শিক্ষক কামাল

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

ক্ষেতের এক পাশ থেকে তোলা হচ্ছে সবজি অপর পাশে রোপণ হচ্ছে সবজি গাছ। এক পাশে সবজির বাগান আবার অপর পাশে কুল ও থাই মাল্টার বাগান।

এভাবেই পরিকল্পিতভাবে মিশ্র পদ্ধতিতে সবজি ও ফলের বাগান করে সফলতা পেয়েছেন জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের কৃষক এইচএম কামাল হোসেন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ওই কৃষকের ক্ষেতের এক পাশে সারি সারি সবজি গাছে শোভা পাঁচ্ছে বেগুন, শশা, করলা, পেঁপে। আবার অন্যপ্রান্তে শ্রমিকরা রোপন করে যাচ্ছেন লাউ, কুমরা, টমেটো ও বোম্বাই মরিচ গাছ।

এছাড়াও রয়েছে কুল ও থাই মাল্টার বাগান। সবজি গাছের সারির মধ্যে আবার উঁকি দিচ্ছে লাল শাক ও পালং শাক। ইতোমধ্যে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি শুরু হয়েছে বেগুন, শশা, করলা-পেঁপে, লাল শাক ও পালং শাক।

শিক্ষক কামাল হোসেন জানান, ছোটবেলা থেকেই কৃষি কাজের প্রতি তার আগ্রহ ছিলো। বিগত চারবছর থেকে শিক্ষকতার পাশাপাশি তিনি সবজি, কুল ও থাই মাল্টার বাগান শুরু করেন। এজন্য নিজের দুই একর জমির পাশাপাশি আরো তিন একর জমি লিজ নিয়েছেন।

প্রথমত চাষ পদ্ধতি কম বুঝলেও কৃষি অফিসের মাঠ কর্মকর্তাদের পরামর্শ ও চাষ পদ্ধতির ওপর প্রশিক্ষণ নিয়ে সঠিক সময়ে চাষ পদ্ধতি রপ্ত করেছেন। যে কারণে সবজিসহ ফল বাগান করে তিনি সফলতা পেয়েছেন।

তিনি আরও জানান, খামার তৈরি, সবজি বীজ ক্রয়, শ্রমিকদের মজুরিসহ সব মিলিয়ে বছরে তার ১০ লাখ টাকা খরচ হয়। খরচ বাদ দিয়েও সব মিলে মাসে তার লাখ টাকা আয় হচ্ছে।

উপজেলা উপণ্ডসহকারী কৃষি কর্মকর্তা দীপংকর বাড়ৈ বলেন, কামাল হোসেন শিক্ষকতার পাশাপাশি খাঞ্জাপুর গ্রামের একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিত। সবজি ও ফল বাগান করে তিনি ব্যাপক সফলতা পেয়েছেন।

তাকে অনুসরন করে অনেকেই এখন সবজি ও ফল বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ জানান, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে পরামর্শ প্রদানের জন্য মাঠ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে কারণে সঠিক সময়ে কৃষকদের সঠিক পরামর্শ দেয়ায় আগের চেয়ে বর্তমানে কৃষি কাজ করে লাভবান হচ্ছেন কৃষক।

The post গৌরনদীতে সবজি চাষ করে সফল শিক্ষক কামাল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

ndax login

https://ndaxlogi.com

latitude login

https://latitude-login.com

latitude login

latitude login

গৌরনদীতে সবজি চাষ করে সফল শিক্ষক কামাল

Update Time : 01:08:09 pm, Sunday, 20 October 2024

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

ক্ষেতের এক পাশ থেকে তোলা হচ্ছে সবজি অপর পাশে রোপণ হচ্ছে সবজি গাছ। এক পাশে সবজির বাগান আবার অপর পাশে কুল ও থাই মাল্টার বাগান।

এভাবেই পরিকল্পিতভাবে মিশ্র পদ্ধতিতে সবজি ও ফলের বাগান করে সফলতা পেয়েছেন জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের কৃষক এইচএম কামাল হোসেন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ওই কৃষকের ক্ষেতের এক পাশে সারি সারি সবজি গাছে শোভা পাঁচ্ছে বেগুন, শশা, করলা, পেঁপে। আবার অন্যপ্রান্তে শ্রমিকরা রোপন করে যাচ্ছেন লাউ, কুমরা, টমেটো ও বোম্বাই মরিচ গাছ।

এছাড়াও রয়েছে কুল ও থাই মাল্টার বাগান। সবজি গাছের সারির মধ্যে আবার উঁকি দিচ্ছে লাল শাক ও পালং শাক। ইতোমধ্যে পাইকারি ও খুচরা বাজারে বিক্রি শুরু হয়েছে বেগুন, শশা, করলা-পেঁপে, লাল শাক ও পালং শাক।

শিক্ষক কামাল হোসেন জানান, ছোটবেলা থেকেই কৃষি কাজের প্রতি তার আগ্রহ ছিলো। বিগত চারবছর থেকে শিক্ষকতার পাশাপাশি তিনি সবজি, কুল ও থাই মাল্টার বাগান শুরু করেন। এজন্য নিজের দুই একর জমির পাশাপাশি আরো তিন একর জমি লিজ নিয়েছেন।

প্রথমত চাষ পদ্ধতি কম বুঝলেও কৃষি অফিসের মাঠ কর্মকর্তাদের পরামর্শ ও চাষ পদ্ধতির ওপর প্রশিক্ষণ নিয়ে সঠিক সময়ে চাষ পদ্ধতি রপ্ত করেছেন। যে কারণে সবজিসহ ফল বাগান করে তিনি সফলতা পেয়েছেন।

তিনি আরও জানান, খামার তৈরি, সবজি বীজ ক্রয়, শ্রমিকদের মজুরিসহ সব মিলিয়ে বছরে তার ১০ লাখ টাকা খরচ হয়। খরচ বাদ দিয়েও সব মিলে মাসে তার লাখ টাকা আয় হচ্ছে।

উপজেলা উপণ্ডসহকারী কৃষি কর্মকর্তা দীপংকর বাড়ৈ বলেন, কামাল হোসেন শিক্ষকতার পাশাপাশি খাঞ্জাপুর গ্রামের একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিত। সবজি ও ফল বাগান করে তিনি ব্যাপক সফলতা পেয়েছেন।

তাকে অনুসরন করে অনেকেই এখন সবজি ও ফল বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ জানান, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে পরামর্শ প্রদানের জন্য মাঠ কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে কারণে সঠিক সময়ে কৃষকদের সঠিক পরামর্শ দেয়ায় আগের চেয়ে বর্তমানে কৃষি কাজ করে লাভবান হচ্ছেন কৃষক।

The post গৌরনদীতে সবজি চাষ করে সফল শিক্ষক কামাল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.