
নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নিবেদিত সংগঠন ‘গ্রিন গার্ডিয়ানস’ সম্প্রতি পঞ্চগড়ে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে। জুলাই বিপ্লবে বীর শহীদদের স্মরণে এই আয়োজনের মাধ্যমে ক্লাবটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকৃতি সুরষ্কার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে। কর্মসূচিতে স্থানীয় ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়, যা পরবর্তীতে
এলাকাটির পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।
ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সাদমান সিদ্দিকী এ উদ্যোগ সম্পর্কে বলেন, “শহীদদের অবদান আমাদের জন্য এক অনন্য প্রেরণা। তাঁদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি, যা পরিবেশ রক্ষার পাশাপাশি তাঁদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখবে এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী রেখে যাওয়ার লক্ষ্যে কাজ করবে।”
‘গ্রিন গার্ডিয়ানস’-এর এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় সকল সদস্য সক্রিয়ভাবে অংশ নেন। ক্লাবের সহ-সভাপতি সাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক মুনাওয়ারা তাবাসসুম এর নেতৃত্বে সদস্যরা পঞ্চগড়ের বিভিন্ন অব্যবহৃত ও উরুর জমিতে গাছের চারা রোপণ করেন।
‘গ্রিন গার্ডিয়ানস’ ক্লাবটি দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষা, বন্যপ্রাণী রক্ষা এবং স্থানীয় বাস্তুতন্ত্রের টেকসই উন্নয়নে কাজ করে আসছে। শহীদদের স্মরণে আযোজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি ক্লাবের নিরলস প্রচেষ্টারই একটি অংশ।
ক্লাবের সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছেন, রোপিত গাছগুলোর যথাযথ যত্ন নেওয়া হবে এবং এর মাধ্যমে শুধু শহীদদের প্রতি সম্মান জানানোই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অবদান রাখা হবে। পঞ্চগড়ের স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই কর্মসূচি এলাকার পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।