![](https://songbadpatra.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী): পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় দানা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কলাপাড়ায় রাতভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
ঘূর্নিঝড় দানা বৃহস্পতিবার রাত তিনটায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিলো। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
এদিকে ঘূর্নিঝড় দানা মোকাবেলায় কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এন্ড পিবিও আব্দুল জব্বার শরীফ জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বর্ষণ, বাতাস ও সাগর নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুত রয়েছে ১৫৫টি আশ্রয়কেন্দ্রসহ সিপিপি টিম ও ২০টি মুজিবকিল্লা।
The post ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল বৃষ্টিপাত, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.