ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ৭ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আসাদুজ্জামান সংগীয় ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দ্রুত বিচার মামলার আসামী নুর মোহাম্মদ ওরফে শান্ত (২৪) ও আরিফ (২৩) ময়মনসিংহদের কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে একটি বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
র্যাব-১৪, ময়মনসিংহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ সিরাজুল ইসলাম(৩০) ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এসআই (নিঃ) সোহেল রানা সংগীয় ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী আফজাল হোসেন (২৪) ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আসাদুজ্জামান সংগীয় ফোসসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোশারফ হোসেন (৪২) আরিফ (৩৮)দ্বয়কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
The post ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৭ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.