
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনটি ছিল বোলারদের। এক দিনেই পড়েছে ১৭ উইকেট। এর মধ্যে বাংলাদেশ একবার অলআউট হয়ে গেছে। মাত্র ১৪৯ রানে। ফলে দ্বিতীয় ইনিংসে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফিরিয়েও স্বস্তিতে নেই টাইগাররা।
৩ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। স্বাগতিক দল এখন এগিয়ে ৩০৮ রানে। শুভমান গিল ৩৩ আর রিশাভ পান্ত ১২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেওয়ায় প্রথম ইনিংসে ২২৭ রানের বড় ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তারা হারিয়েছে জশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা আর বিরাট কোহলিকে।
রোহিতকে (৫) স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান তাসকিন। নাহিদ রানার গতিতে পরাস্ত হয়ে উইকেটরক্ষকের গ্লাভসে বল জমা দেন জয়সওয়াল (১০)। আর দিনের শেষদিকে এসে বিরাট কোহলিকে (১৭) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।
কোহলির প্যাডে বল লাগলে আম্পায়ার আউট দেন। কোহলি রিভিউ নিতে চাইলেও অপরপ্রান্তে থাকা শুভমান গিল নিষেধ করেন। পরে দেখা যায়, বল হালকা করে কোহলির ব্যাটে স্পর্শ করে লেগেছে প্যাডে। ততক্ষণে কোহলি ড্রেসিংরুমে ফিরে গেছেন।
এর আগে চরম ব্যাটিং ব্যর্থতায় ৪৭.১ ওভারেই ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২২৭ রানে এগিয়ে থেকেও টাইগারদের ফলোঅন করায়নি ভারত।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম।
এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও (১ বলে ০)। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর নেমেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)। পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে বুমরাহের বলে স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সাকিবকেও আউট করেন জাদেজা। ভারতীয় স্পিনারকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল বুটে লেগে উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে জমা হয়। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৩২ রান (৬৪ বলে) করে ফেরত যান সাকিব।
এরপর বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ হন হাসান মাহমুদ (২২ বলে ৯)। তাসকিন আহমেদ আর নাহিদ রানা করেন ১১ রান করে। ২৭ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলা দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। এরপর বাকি ৪ উইকেটের বিনিময়ে ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।
The post একদিনেই পড়লো ১৭ উইকেট, চাপে বাংলাদেশ appeared first on Bangladesher Khela.