
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে (পেস ও স্পিন মিলিয়ে) ভারতের মাটিতে টেস্টে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি।
চলতি মাসের প্রথম দিকে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন হাসান। সেটি ছিল টেস্ট ক্যারিয়ারে হাসানের প্রথম ফাইফার। আজ শুক্রবার ভারতের মাটিতে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের সঙ্গে বড় এক রেকর্ডের মালিকও হয়ে গেলেন ২৪ বছর বয়সী এই টাইগার পেসার।
চেন্নাই টেস্টের প্রথম দিনে ৪ উইকেট শিকার করেছিলেন হাসান। আজ দ্বিতীয় দিনে ভারতের জাসপ্রিত বুমরাহর উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। ৫ উইকেট শিকার করতে হাসান খরচ করেছেন ৮৩ রান।
টেস্টে ২০২০ সালের পর দ্বিতীয় বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট শিকার করলেন হাসান। সর্বশেষ রোহিত শর্মাদের বিপক্ষে ভারতে এসে ফাইফার পূর্ণ করেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
এমনকি গত ১৭ বছরে ভারতের মাটিতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়তে পারেননি কোনো এশিয়ান পেসার। সর্বশেষ ২০০৭ সালে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পেসার ইয়াসির আরাফাত।
The post ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান appeared first on Bangladesher Khela.