
ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম তথা চেন্নাই টেস্টে দুর্দান্ত শুরু করেও মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। গতকাল (বৃহস্পতিবার) টেস্টের প্রথম দিনের শুরুর হাসি সময় গড়াতেই মিলিয়ে যায় রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অবিশ্বাস্য জুটিতে। এর মধ্যে স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তির মুখে পড়ার শঙ্কায় বাংলাদেশ।
চেন্নাই টেস্টের প্রথম দিনে ৮০ ওভার বল করেছে বাংলাদেশ। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা হয়। সময়ের মধ্যে যতগুলো ওভার কম করবে একটি দল, তত পয়েন্ট কাটা হবে। বাংলাদেশ প্রথম দিনে ৮০ ওভার বল করেছে।
টেস্টে প্রতিদিন ৯০ ওভার বল করা হয়। কিন্তু ৩০ মিনিট অতিরিক্ত খেলা হলেও বাংলাদেশ নির্দিষ্ট ওভার শেষ করতে পারেনি। যে প্রসঙ্গে ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, ‘৩০ মিনিট অতিরিক্ত খেলা হলো। তাতেও বাংলাদেশ ৮০ ওভারের বেশি বল করতে পারলো না। এটা মেনে নেওয়া যায় না।’
৮০ ওভারের মধ্যে বাংলাদেশের পেসাররা ৫০ ওভার বল করেছেন। তিন স্পিনার মিলে ৩০ ওভার করেছেন। পেসারদের বল করতে সময় লেগেছে। সেই কারণেই বাংলাদেশ প্রথম দিনে ৯০ ওভার শেষ করতে পারেনি। গোটা টেস্টে যদি মন্থর ওভাররেট থাকে তাহলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলেরও মন্থর ওভাররেটের কারণে পয়েন্ট কাটা গিয়েছিল।
৮০ ওভার খেলা হলেও ভারত প্রথম দিনে ৩৩৯ রান তুলে নেয়। শেষ পর্যন্ত স্বাগতিকদের ইনিংস থামে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে।
এদিকে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিন অঙ্ক ছোঁয়ার আগেই ৭ ব্যাটারকে হারিয়ে চরম বিপর্যয়ের মুখে বাংলাদেশ। শঙ্কা রয়েছে ফলো অনের। আইসিসির নিয়ম অনুযায়ী, ৫ দিনের টেস্ট ম্যাচে, কোনো দল যদি প্রথম ইনিংসে ২০০ বা তার চেয়ে বেশি রানের লিড পায় তাহলে প্রতিপক্ষকে ফলো অন করাতে পারে।
চলমান চেন্নাই টেস্টে ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ১১২ রান।
The post আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ appeared first on Bangladesher Khela.