নগরীর খালিশপুরে বাসের ধাক্কায় বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় খালিশপুর থানাধীন চিত্রালী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম নায়েক মুরাদ হোসেন। তিনি নড়াইল জেলার কালিয়া থানাধীন বড় কালিয়া এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে।
বিষয়টি খুলনা গেজেটকে নিশ্চিত করেছেন, উপ পুলিশ কমিশনার উত্তর বিএম নুরুজ্জামান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টার দিকে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোড চিত্রালী বাজারের সামনে বিজিবি সদস্য মুরাদ মোটরসাইকেলে ওপর বসে ছিলেন। এ সময়ে পেছন থেকে একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মুরাদ হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপ পুলিশ কমিশনার উত্তর এবিএম নুরুজ্জামান খুলনা গেজেটকে বলেন, ঘাতক বাসটি পুলিশি হেফাজতে রয়েছে। তবে চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। মুরাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/কেডি
The post খালিশপুরে বাসের ধাক্কায় বিজিবি সদস্যের মৃত্যু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.