ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা পুলিশের তৎপরতায় দুই ঘন্টার মধ্যে মায়ের কোলে ফিরে গেল তিন বছরের শিশু।
আজ ২৯/১০/২০২৪ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় এলাকায় থানার একটি টহল পার্টি নিয়মিত টহলকালীন জনৈক ব্যক্তির মাধ্যমে জানতে পারেন যে, বদরের মোড় এলাকায় একটি তিন বছরের শিশু অসহায় অবস্থায় ক্রন্দনরত দেখা গেছে। তৎক্ষণাৎ এসআই (নিঃ) সাদ্দাম হোসেনের নেতৃত্বে উক্ত টহল দল বদরের মোড় পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেন। এরপর উক্ত শিশুটির সম্পর্কে ফেইসবুকে ছবিসহ স্ট্যাটাস দেওয়া হলে মাত্র দুই ঘন্টার মধ্যে শিশুটির মা থানায় যোগাযোগ করেন। পরবর্তীতে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। থানা পুলিশের তৎপরতায় উক্ত পরিবারে ও সমগ্র এলাকায় স্বস্তি ফিরে আসে।

The post হারিয়ে যাওয়া শিশু এখন মা’য়ের কোলে appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.