আগামী প্রজন্মের নারী নেতৃত্বকে অনুপ্রাণিত করতে কাজ করছে বাংলালিংক। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় উইমেনটর প্রোগ্রামের অংশ হিসেবে প্রয়াস-এর সাথে এক্সপেরিয়েন্স ডে’র আয়োজন করেছে বাংলালিংক।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে (স্টেম) আগামীর নারী নেতৃত্ব খুঁজে বের করা ও তাদের বিকশিত করার লক্ষ্যে বাংলালিংকের ফ্ল্যাগশিপ মেন্টরশিপ উদ্যোগ হিসেবে উইমেনটর প্রোগ্রাম চালু করা হয়। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির নারী টেক-লিডারদের …
