
সৈয়দ রাসেল, কলাপাড়া।।পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার ফলে একটি জন গুরুত্বপূর্ণ পিচঢালা সড়ক ভেঙে পড়েছে। এছাড়া ভাঙ্গনের অপেক্ষায় আরো একটি গুরুত্বপূর্ণ সড়ক। যা ইতোমধ্যে ফাটল ধরে হেলে পড়েছে। এতে আতঙ্কে রয়েছে টিয়াখালী পূর্ব রজপাড়া খালের দুই পাড়ের বসবাসকারী বাসীন্দারা।

স্থানীয়রা জানান, গত বছর সরকারী খাল থেকে মাটি বিক্রির পর মাছ চাষ করে সানী এবং ফেরদাউস নামের দুই প্রভাবশালী। তবে লেনদেন নিয়ে তাদের বিরোধ থাকায় গত কদিন ধরে বাঁধ দেওয়া খালের পানি সেচ করে মাছ ধরে নিয়ে যায় ফেরদাউস। কিন্তু গতকাল স্থানীয়রা সড়কে ফাটল দেখে পানি সেচে বাঁধা দিলেও পুনরায় সেচ করলে প্রায় ২’ শত ৫০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট উচ্চতা নিয়ে খালের মধ্যে পিচঢালা সড়কটি ভেঙ্গে পড়ে।

সরকারী খালের মাটি কেটে বিক্রি করায় ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ ওই সড়কটি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা মতে সড়কটি ভেঙে পড়ায় ৫০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কৌশিক আহম্মেদ বলেন, খবর পেয়েই আমি ছুটে এসেছি। একটি প্রভাবশালী মহল সরকারি খাল থেকে মাটি কাটার কারণে ২০ ফিটের রাস্তা ভেঙে এখন তিন চার ফিট দৃশ্যমান আছে। আগের অবস্থায় ফিরিয়ে নিতে হলে ৫০ থেকে ৬০ কোটি টাকা খরচ হবে। জড়িতদের সনাক্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
The post কলাপাড়ায় খালের মাটি কেটে বিক্রি করায় ধসে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.