প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:৪২ এ.এম
বোদায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় স্মৃতি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ব্রমত্তল গ্রামে। সে ঘরের তীরের (সরে) সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে নিচে নামার কিছুক্ষণ পরে সে মারা যায়।
পারিবারিক সুত্রে জানা যায়, স্মৃতির কয়েকদিন আগে বিয়ে ঠিক হয়েছিল। মৃত্যুর দুই দিন পরেই তার বিয়ের তারিখ ঠিক ছিল। স্মৃতির আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে প্রেম সংক্রান্ত ঘটনার কারণে স্মৃতির আত্মহত্যা করতে পারে বলে অনেকে ধারণা করা যাচ্ছে। স্মৃতির পঞ্চগড় সরকারি মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী ছিলেন।
সে এই গ্রামের শাজাহান আলীর কন্যা। এ ব্যাপারে বোদা থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, পরিবারের অভিযোগ না থাকার কারণে মৃতদেহটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024