আগামীকাল শনিবার (৯ নভেম্বর) সিরিজ বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য প্রথম ওয়ানডের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানো। আর আফগানিস্তানের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
এমনিতেই শারজাহ মাঠ বাংলাদেশের জন্য অপয়া। কখনো কোন ফরম্যাটে টাইগাররা জিততে পারেনি ঐতিহাসিক এ ভেন্যুতে। সঙ্গে দীর্ঘদিনের ব্যাটিং ব্যর্থতাও কম ভোগাচ্ছে না। নতুন দুশ্চিন্তার নাম মোহাম্মদ গাজানফার। রহস্য স্পিনারের জাদুতে কাবু নাজমুল শান্তর দল।

নিজ দলের হোক কিংবা প্রতিপক্ষের, কোনো নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে কথা বলতে পছন্দ করে না টিম বাংলাদেশ। তাই আফগান স্পিন নয় বরং দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছে টাইগারদের।

বাংলাদেশ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বলেন, অনেক দিন পর আমরা ওডিআই খেলেছি। সাত-আট মাস আগে আমরা খেলেছি। সবার ভেতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেক দিন পর আমরা ওডিআইতে খেলছি, প্রস্তুতিটা সেভাবে নিয়েছি। আশা করি, যেহেতু অনেক দিন পর খেলেছি, এই মাঠের ব্যাপারে একটা ধারণা হয়েছে। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে, সেটা অনুশীলন করছি।

দলে সাকিব আল হাসানের ভূমিকা পালন করতে হচ্ছে মেহেদি হাসানকে। ব্যাট হাতে উইকেটে থিতু হয়েও বাজে শট খেলে আউট হয়েছেন। তবে বল হাতে আরো কার্যকরী হতে চান বাংলাদেশ অলরাউন্ডার।
মেহেদি হাসান মিরাজ আরও বলেন, আমার কাছে যতটা প্রত্যাশা ছিল আমি ততটা পূরণ করতে পারিনি। যেমন ধরুন, মাঝের ওভারগুলোয় আমি ও রিশাদ যদি ২টি উইকেট বের করতে পারতাম, তাহলে আমাদের জন্য সহজ হতো। হয়তো রান কম দিয়েছি, কিন্তু আমার কাছে দল উইকেট প্রত্যাশা করে। কারণ, দলে আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা স্বীকার করে নিয়েছেন মেহেদি মিরাজ। তবে এখনো সিরিজ জেতার সুযোগ দেখছেন তিনি।

বাংলাদেশের এ অলরাউন্ডার আরও বলেন, আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।

মুশফিকুর রহিম না থাকাটাও দলের জন্য ক্ষতি। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন জাকের আলী অনিক।

মেহেদি মিরাজ আরও বলেন, মুশফিক ভাইয়ের চোট আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই দলে কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। কারণ, তিনি যেভাবে ক্রিকেট খেলেন এবং দেশকে সার্ভিস দিয়ে গেছেন, সেটা অসাধারণ।

The post সিরিজ বাঁচানোর লক্ষ্যে শনিবার মাঠে নামছে বাংলাদেশ appeared first on Bangladesher Khela.