আমাদের বরিশাল ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরউদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ অনুষ্ঠান শেষে সেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা শেখ বশীরউদ্দিনকে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে আখ্যায়িত করেন। তারা বলেন, উপদেষ্টা পরিষদে শেখ বশীরউদ্দিনের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া।
তারা অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশীরকে সরিয়ে দেয়ার দাবি জানান।
মশাল মিছিলে অংশ নেয়া গণপরিষদের এক কর্মী বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না।’
কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশীরউদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান।
এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা, নতুন উপদেষ্টাদের পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন উপদেষ্টাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।
আর শেখ বশীরউদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান এবং আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই।
The post নতুন উপদেষ্টা শেখ বশীরউদ্দিনের বিরুদ্ধে মশাল মিছিল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.