হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্তসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহার ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত ও অবসানের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সিংহের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত কুমার সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গৌর দত্ত, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, পৌল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি অধ্যক্ষ শীবপদ গাইন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, মিলন রায়, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক থিউফিল গাজী, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রীদাম দে, ছাত্র পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম পাল, সদর যুব ঐক্য পরিষদের আহবায়ক অরবিন্দ কর্মকার, পৌর শাখার আহ্বায়ক বাঁধন ঘোষ প্রমূখ।
খুলনা গেজেট/এএজে
The post সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী তদন্ত ও মামলা প্রত্যাহার দাবি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024