বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদের দুই ঘণ্টার ব্যবধানে ফের দখল

বিশেষ প্রতিনিধি:

বরিশাল নগরীর রুপাতলীতে সড়ক ও জনপদের অবৈধ উচ্ছেদ অভিযান, শেষ না হতেই দুই ঘন্টার ব্যবধানে ফের বিএনপির নেতার পরিচয় দিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে ।

বরিশাল নগরীর মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনভর এ উচ্ছেদ অভিযান নগরের রূপাতলী থেকে দপদপিয়া ও কালিজিরা পর্যন্ত চলে।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, বরিশাল-কুয়াকাটা সড়কের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে দপদপিয়া পর্যন্ত সড়কের দুপাশে সড়ক ও জনপদের জমি লিজ নিলেও ক্ষমতার দাপটে বেশ কয়েক বছর ধরে তা নবায়ন করনি ব্যবসায়ীরা।

পাশাপাশি অনেকে অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিল। ওই জমি উদ্ধারের জন্য এ উচ্ছেদ অভিযান চালিয়েছেন। সড়ক ও জনপদ বিভাগকে সাধুবাদ জানিয়েছে পথচারী, যাত্রী ও স্থানীয়রা।

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সুমন নামে এক যুবক বরিশালটাইমসকে বলেন, সবসময় রুপাতলী থেকে পড়ালেখা করার জন্য পটুয়াখালীতে জেতে হয়। তার জন্য রুপাতলী ফুটপাতে দাড়িয়ে গাড়ীর জন্য দাড়িয়ে থাকতে হয়। কিন্তু ফুটপাত অবৈধ দখলদারিদের জন্য দাড়িয়ে থাকা সম্ভব হয় না।

সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান শেষে সরেজমিন থেকে চলে যায়। এসময় ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা শামীম ও মোঃ জলিলের নেতৃত্বে খুটি গেড়ে ও রশি দিয়ে সীমানার চিহ্ন দিতে দেখা যায়। তারা বলেন, ২৪ নং সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদের নেতৃত্বে সীমানা নির্ধারন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এখানে দোকান ছিলো সড়ক ও জনপদ অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়ে সব দোকান পাট গুড়িয়ে দিয়েছেন। এখানে বাহিরের কোনো লোকজন দখল দিতে না পারে তার জন্য আমরা খুটি গেড়ে রশি দিয়ে বেধে রেখেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দোকানদার বরিশালটাইমসকে বলেন, শামিম, জলিল, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ মিয়ার লোক তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। ফুটপাত দখলকারী ফলের দোকানদার সাগর বলেন, এখানে যারা এসেছে সবাই ২৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি চুন্নু মৃধার নেতৃত্বে দখল করার পাঁয়তারা করছেন।

এবিষয় নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি যুবদলের সভাপতি চুন্নু মৃধা বরিশালটাইমসকে বলেন, আমি কাউকে চিনি না, আমার নাম ব্যবহার করে যদি কেউ দখল করে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। নগরের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার বরিশালটাইমসকে বলেন, মহানগর বা ওয়ার্ড বিএনপি’র কোনো লোক যদি রুপাতলী এলাকায় দখল দিতে যায়, তার কোনো প্রমান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করে। এ সময় বুলডোজার দিয়ে পাকা স্থাপনাসহ ছোট-বড় দুই শতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

The post বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদের দুই ঘণ্টার ব্যবধানে ফের দখল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.