স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা বন্ধ এবং জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত সুফি পরিষদের রাজশাহী জেলা শাখা।
শনিবার বিকেল ৪টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সুফি–সাধকদের ভক্তরা অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত সুফি পরিষদের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ড. শাহ্ সৈয়দ হাসিব উল হাসান রাজা।
যারা মাজারে হামলা করছে, তাদের ইসলামের শত্রু আখ্যা দিয়ে সমাবেশে বক্তারা বলেন, হাজার বছর ধরে এ দেশে শান্তির ধর্ম পবিত্র ইসলামের প্রচার করেছেন সুফি–দরবেশ ও অলি–আউলিয়ারা। তাঁদের মাজারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করছে সহিংস নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্কৃতকারীরা। এদের আইনের আওতায় আনতে হবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পবার দারুসা এলাকার মানছুরিয়া খানকা শরিফের প্রচার সম্পাদক এস এম আজিজুল আলম, বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক শাহাদাত হোসেন, কাটাখালীর বাখরাবাজ দরবার শরিফের ভক্ত ইয়াসিন আলী মোল্লা, মোহনপুরের ধামিন পাকুরিয়া দরবার শরিফের সভাপতি ডা. সাহাবুল ইসলাম, খাজা চিশতিয়া মাখদুমিয়া মালংগী কালান্দর নিজামি কাদরী দরগা শরিফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মান্দা শালিফিন দরবার শরিফের প্রচার সম্পাদক খন্দকার রফিক চিশতী, দুর্গাপুর দরবার শরিফের ভক্ত ওমর ফারুক প্রমুখ।
The post রাজশাহীতে মাজারে হামলা বন্ধের দাবিতে সম্মিলিত সুফি পরিষদের মানববন্ধন appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024