রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি মার্কেট) চলমান সিটিআইটি মেগা ফেয়ার ২০২৪ এ আসুস নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ লেভেলের সব ল্যাপটপ। মেলায় আসুসের প্যাভিলিয়নে আছে কোপাইলট প্লাস পিসি, জেনবুক, এবং ভিভোবুক ক্যাটাগরিতে আসা নতুন মডেলের ল্যাপটপ।
মেলায় ল্যাপটপগুলোতে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে বান্ডেল অফার। নির্ধারিত কিছু ল্যাপটপ মডেলে থাকছে সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং …
