ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশ দরবার শরীফের নব্য পীর হাফেজ মোঃ নুরুল আমিনের কেরামতে প্রতিদিন হাজারো রোগী ও তার স্বজনরা চিকিৎসা নিতে হুজুরের বাড়ী ভিড় করছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে ওই পীরের কাছে ঝাড় ফুঁক নিতে এসে একজন বৃদ্ধ মারা যায়। উপজেলার ধাওয়া ইউনিয়ানের রাজপাশা দরবার শরীফ নামক স্থানে এ ঘটনা ঘটে। ধাওয়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোঃ জাকির হাওলাদার বলেন, লোকটিকে গাড়ি থেকে নামানো সময় অসুস্থ হয়ে পড়ে।
কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্বজন মোঃ আসাদুল ইসলাম জানান, তার ফুফা বাড়ি থেকে ফজরের পরেই হুজুরের কাছে ঝাড় ফুক নিতে আসেন। তিনি হার্টের রোগী ছিলেন।
স্থানীয়রা জানান, ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব ঝাড়ফুঁক ও রুহানীর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। ফলে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোকের ভিড় হচ্ছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হাচ্ছে লোকটি স্টোক করে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
The post ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.