
খুলনার কয়রা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়িকে মারধরের ঘটনায় সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আমিন বাবুল গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে খুলনার বয়রা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়িদের মেরে আহত করার ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়। যার নম্বর ১১।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ নূরুল আমিন বাবুলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ থেকে বহিস্কার করা হয়।
The post ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় সদ্য বহিস্কৃত বিএনপি নেতা বাবুল আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.