শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। প্রথম দিনের কেনাকাটায় স্বাস্থ্য ও সৌন্দর্য, গ্রোসারি এবং ইলেকট্রনিক্স পণ্য বেশি জনপ্রিয় ছিল। দ্রুততম সময়ে ডেলিভারির চমকও ছিল সেখানে। যেমন, একজন ক্রেতা রাতে ডেটল হ্যান্ডওয়াশ অর্ডার দিয়ে সকালে ঘুম থেকে উঠেই পণ্য হাতে পান।
হায়ার, টেকনো আর লোটোর মতো ব্র্যান্ডে …
