
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন বিএনপির মিছিলে বাঁধা দিয়েছে পদ বঞ্চিতরা। এসময় ইউনিয়ন বিএনপির আহবায়ক অহেদুল ইসলাম খান এর ১০ জন সমার্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহতরা হলেন, বিএনপি নেতা দুলাল শরীফ, উজ্জাল সিং, নাঈম হোসেন , রুবেল হোসেন , বশির মোল্লা, রাজিম হাওলাদার, আয়নাল ,বাবুল হাওলাদারসহ ১০-১৫ জন।ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ শান্ত করে এয়ারপোর্ট থানা পুলিশ। জানাযায়, সাম্প্রতিক উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। ওই কমিটির পদ বঞ্চিতরা ১৩ নভেম্বর মাধবপাশা বাজারে প্রতিবাদ মিছিল করে। ১৪ নভেম্বর ওই প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল আহবান করে মাধবপাশা ইউনিয়ন বিএনপি। মিছিল উপলক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল আসতে শুরু করে মাধবপাশা বাজারে। এসময় ৯নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাধবপাশা মাছ বাজার এলাকায় আসলে পদ বঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে বাঁধা দেয়। দুই পক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মিছিলে অংশগ্রহন করা বিএনপি নেতাকর্মীদের উপর। এসময় বেশ কয়েকজনের মাথা ফেটে গুরুত্বর আহত হয়। আহতারা বলেন, নাসির খান, জাফর সরদার, মিজান সরদার, রিয়াজ সরদার,ইয়াসিন সরদার, জুয়েল সরদার, বাহাদুর , রানা, রিয়াজ হাওলাদারসহ অর্ধশত লোক দেশীয় অস্ত্রসহ আমাদের উপর হামলা চালায়। মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক অহেদুল ইসলাম খান বলেন, আজ আমাদের একটি মিছিলের প্রোগ্রাম ছিলো। স্থানীয় কিছু বিএনপি নামধারী সন্ত্রাসীরা আগে থেকেই দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। তারা বিএনপির কোন কমিটিতে নেই। পরে তারা আমাদের লোকজনের উপর হামলা চালায়। আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি জানিয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে সাবধান করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত যা ঘটেছে এব্যাপারে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবো। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
The post বাবুগঞ্জে ইউনিয়ন বিএনপির মিছিলে বাঁধা, পিটিয়ে আহত-১০ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.