জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শেষে এবার ক্লাবে ফিরেছেন ফুটবলাররা। সংগঠকরা ব্যস্ত ছিলেন নির্বাচনে। নির্বাচনী আমেজ কাটিয়ে বাফুফেও ঘরোয়া ফুটবল আয়োজনে কাজ করছে। আগামীকাল (বুধবার) ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হবে বাফুফে ভবনে।
বাফুফের বিগত কমিটির লিগ কমিটিতে নভেম্বরের শেষ সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছিল। সেই মোতাবেক ২২ নভেম্বর বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যে চ্যালেঞ্জ কাপ ও ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগ শুরুর সময় নির্ধারিত রয়েছে। ঘরোয়া ফুটবলের মৌসুম দুই দফা পিছিয়ে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে। ভেন্যু অপ্রস্তুত থাকার কারণে দেড় মাস ঘরোয়া ফুটবল পিছিয়েছে।
লিগ শুরুর সপ্তাহ খানেক পরই ফেডারেশন কাপ শুরু হচ্ছে। ১৯৮০ সাল থেকে ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপের প্রচলন শুরু। মৌসুম শুরুর প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে এই প্রতিযোগিতার বিশেষ খ্যাতি ছিল। গত দুই বছর ধরে প্রিমিয়ার লিগের মাঝে মাঝে প্রতি মঙ্গলবার ম্যাচ ছিল এই টুর্নামেন্টের। সেই রীতি অনুসারে এবার ৩ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ মাঠে গড়াবে। প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দশটি ক্লাবই ফেডারেশন কাপে খেলবে। গ্রুপিংয়ের পাশাপশি কোন ম্যাচ কোন ভেন্যুতে সেটাও নির্ধারিত হবে ড্র–তে।
প্রিমিয়ার লিগের ক্লাবগুলো গত মৌসুমে অনূর্ধ্ব-১৬ লিগে অংশ নিয়েছিল। আগামীকাল বিকেলে জুনিয়র সেই লিগের পুরস্কারসহ গত মৌসুমে ঘরোয়া ফুটবলের আরও কিছু পুরস্কার প্রদান করা হবে বাফুফে ভবনে।
The post কাল ফেডারেশন কাপের ড্র appeared first on Bangladesher Khela.