
মাঠে সেনাবাহিনীর সশস্ত্র মহড়া, আকাশে উড়ছে হেলিকপ্টার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যেন যুদ্ধের আবহ। ক্রিকেটারদের নিরাপত্তা দিতেই মূলত এমন আয়োজন। আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝে গতকাল দেশটির তিন জন প্রতিনিধি ঢাকা এসেছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে।
আজ (রোববার) পর্যবেক্ষণ দল ঘুরে দেখবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এরপর আগামীকাল পরিদর্শন করবে শের-ই বাংলা স্টেডিয়াম। তবে একদিন আগে আজ মিরপুরে বিশেষ মহড়া দিয়েছে সেনাবাহিনী। সকাল থেকেই হোম অব ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। এরপর দুপুর বারোটার কিছুক্ষণ পর শের-ই বাংলার আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই ত্যাগ করে মাঠ।
এর আগে মিরপুরের মাঠের চারদিক প্রদক্ষিণ করে হেলিকপ্টার। আসন্ন সিরিজের জন্য সবধরণের নিরাপত্তা দিতে প্রস্তুতির অংশ এটি। এর আগেও বিভিন্ন সময়ের সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে।
The post মিরপুরে সেনাবাহিনীর বিশেষ মহড়া, উড়ল হেলিকপ্টারও appeared first on Bangladesher Khela.